NTRCA এ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি :
লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ডাক: লালাবাজার ,দক্ষিণ সুরমা, সিলেট। ৫ম গণবিজ্ঞপ্তির জন্য NTRCA বরাবরে সর্বমোট ১১টি এমপিওভুক্ত শূণ্য ও সৃষ্ট পদের অনলাইন চাহিদা ( e- Requisition) ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। সকল পদে পুরুষ – মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। এবং সকল পদই এমপিওযোগ্য। মাদ্রাসাটি ২০০৩ সালে বৃহত্তর সিলেট সদর উপজেলার মধ্যে এবং ২০২৩ সালে দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার পারফরমেন্সের ওপর ভিত্তি করে সরকারিভাবে ৫ (পাঁচ) লক্ষ টাকা অনুদান প্রাপ্ত হয়। এবং ২০২৩ সালে দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। মাদ্রাসাটি ঢাকা- সিলেট মহাসড়কের পাশে প্রায় ২০০ গজ দূরত্ব সংলগ্ন ঐতিহ্যবাহী লালাবাজারের দক্ষিণ পাশে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত। শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি অবসর ও কল্যান ফান্ডের সুবিধা ব্যতিত মাদ্রাসা ফান্ড থেকে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে। মাদ্রাসা সংলগ্ন স্বল্প মূল্যে আবাসিক সুবিধা বিদ্যামান আছে।
মাদ্রাসায় ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে ফাজিল (পাস) ৩বছর মেয়াদী র্কোস চালু রয়েছে। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আলিম স্তর পর্যন্ত স্বীকৃতি ও এমপিও ভুক্ত এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা কর্তৃক ফাজিল পর্যায়ে একাডেমিক অনুমোদন প্রাপ্ত।
চাহিত পদসমূহে শিক্ষক নিবন্ধনধারীদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।