মাদ্রাসা পরিচিতি ও মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস: এলাকাবাসী বিশিষ্ট মুরব্বিয়ান এর উদ্যোগে দেশী ও প্রবাসী সর্বস্তরের দ্বীন দরদী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় শাহসিকন্দর নিবাসী বিশিষ্ট বিদ্যোৎসাহী ও দাতা মরহুম কুটন মিয়া চৌধুরী সাহেবের দানকৃত ভূমির উপর ০১/০১/১৯৭৫ ইংরেজি সনে সম্পূর্ণ বেসরকারীভাবে ”মাদ্রাসায়ে ইসলামিয়া লালাবাজার” নামে অত্র মাদ্রাসার নামকরণ করা হয়। মাদ্রাসাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন “শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী” ছাহেব কিবলা ফুলতলী (রহঃ)। অতঃপর ০১/০৭/১৯৭৮ ইং তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক ইবতেদায়ী হতে দাখিল স্তর পর্যন্ত লালাবাজার দাখিল মাদ্রাসা নামে স্বীকৃতি প্রাপ্ত হয়। অতঃপর মাদ্রাসাটি দাখিল স্তর পর্যন্ত এমপিও ভুক্ত হয়। উল্লেখ্য, ১৬জন ছাত্র নিয়ে স্থানীয় বাহাপুর জামে মসজিদে সর্বপ্রথম অস্থায়ীভাবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম শুরু হয়।
আলিম স্তর: বিগত ০১/০৭/১৯৯৩ইং তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক মাদ্রাসাটি আলিম ১ম বর্ষে পাঠদানের অনুমতি লাভ করে এবং ০১/০৭/১৯৯৭ ইং তারিখ হতে আলিম ২য় বর্ষে সাধারণ বিভাগে একাডেমিক স্বীকৃতি লাভ করে।
লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য (অত্র এলাকার প্রবাসী বন্ধুগণ) এর বিশেষ আর্থিক সহযোগিতায় এবং অন্যান্য সকল প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় দীর্ঘ ৮বছর সম্পূর্ণ বেসরকারি ভাবে আলিম শাখা পরিচালনার পর ০১/১০/২০০১ ইং তারিখ হতে মাদ্রাসাটি আলিম স্তরে এমপিও ভুক্ত হয়।
ফাজিল স্তর: মাদ্রাসা কর্তৃপক্ষ ও এম পি মহোদয়গণের সহোযোগিতায় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার পর বিগত ২৩/১১/২০২১ ইং তারিখ হতে অত্র মাদ্রাসা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়,ঢাকা কর্তৃক ফাজিল (স্নাতক) বিএ স্তরে ২২/১১/২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত ৪ (চার) বছর মেয়াদে পাঠদানের অনুমতি লাভ করে। এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার্বোড,ঢাকা কর্তৃক ০১/০৭/২০২১ ইং তারিখ হতে ৩০/৬/২০২৬ ইং তারিখ পর্যন্ত ৫(পাঁচ) বছরের জন্য আলিম স্তরে স্বীকৃতি লাভ করে ।
মাদ্রাসার অবস্থান: মাদ্রাসাটি ঢাকা – সিলেট মহাসড়কের অদূরে কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজারে অবস্থিত। সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদি ইয়েমনী (রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সিকন্দর ও শাহ গাজী (রঃ) এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লালাবাজার সংলগ্ন বাসিয়া নদীর তীরে ঢাকা – সিলেট মহাসড়কের পাশে সিলেট রেলওয়ে স্টেশন হতে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে মনোরম পরিবেশে মাদ্রাসাটির অবস্থান।
মাদ্রাসার অর্জন: “ লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি” সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত থাকাকালীন ২০০১ সালে উপজেলার শ্রেষ্ট মাদ্রাসার মর্যাদা অর্জন করে এবং জনাব মাওলানা নুর আহমদ (সহ: মৌলভী ) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সুনাম অর্জন করেন।
শিক্ষা সপ্তাহ ২০২২ সালে অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং মোঃ মুস্তাকিম দাখিল ১০ম শ্রেণির ছাত্র উপজেলার (মাদ্রাসার) মধ্যে শ্রেষ্ঠ ছাত্রের স্বীকৃতি অর্জন করে।
শিক্ষা সপ্তাহ ২০২৩ ইং সনে অত্র মাদ্রাসা দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল লতীফ শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান এর স্বীকৃতি অর্জন করেন। এমনিভাবে অত্র মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোঃ শাহীনুর ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা অর্জন করেন ।
মাদ্রাসার সর্বমোট ভূমি: মাদ্রাসার মোট জমির পরিমান : ১৮৪.৫০ একর।
- মাদ্রাসার নামে নামজারিকৃত জমির পরিমান: ১৮৪.৫০
প্রতিষ্ঠাতা সদস্য:
ক্র:নং | প্রতিষ্ঠাতা সদস্যদের নাম | মেয়াদকাল |
01 | জনাব, কুটন মিয়া চৌধুরী | ১৯৭৫ ইং হতে আজীবন |
02 | জনাব, জয়নাল আহমদ চৌধুরী | ০৯/৯/১৯৯৮ইং হতে ১১/০৭/২০২০ইং পর্যন্ত। |
03 | জনাব, বেলাল আহমদ চৌধুরী | ১০/০৯/২০২২ইং – বর্তমান |
সভাপতি ও সহসভাপতি বৃন্দ:
ক্র:নং | সভাপতি ও সহসভাপতি বৃন্দ |
পদবী |
মেয়াদকাল |
০১ | জনাব, হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রহঃ) |
সর্বপ্রথম সভাপতি |
০১/০১/১৯৭৫ইং হতে ৩০/০৬/১৯৭৮ ইং পর্যন্ত |
০২ | মহকুমা সাবডিবিশনাল অফিসার থানা/উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ |
সভাপতি |
০১/০৭/১৯৭৮ ইং হতে ৩০/০৬/২০১৩ইং পর্যন্ত |
০৩ | জনাব, আব্দুস সোবহান সাহেব, (সাবেক চেয়ারম্যান লালাবাজার ইউ/পি) , সাং- নাজিরগাঁও | সর্বপ্রথম সহ সভাপতি | ২৭/০৩/১৯৭৫ ইং হতে ২৮/১০/১৯৭৫ ইং পর্যন্ত |
০৪ | জনাব, মফিজ উদ্দিন সাহেব, ( বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব) সাং-করসনা | ” | ২৮/১০/১৯৭৫ ইং হতে ২৭/০৩/১৯৭৬ ইং পর্যন্ত |
০৫ | জনাব, মজির উদ্দিন সাহেব, ( বিশিষ্ট শিক্ষানুরাগী) সাং-করসনা | সহ সভাপতি | ০১/০৮/১৯৭৭ ইং হতে ০৯/১০/১৯৮২ ইং পর্যন্ত |
০৬ | জনাব, হাজী আব্দুর রাজ্জাক খান সাহেব, সাং- বিবিদিইল |
” |
১০/১০/১৯৮২ ইং হতে ০১/১০/১৯৮৭ ইং পর্যন্ত |
০৭ | জনাব, ফালাকুজ্জামান চৌধুরী জগলু মিয়া সাহেব, সাং- নোয়াগাঁও | ” | ২৫/১১/১৯৮৭ ইং হতে ৩০/০৪/১৯৯২ ইং পর্যন্ত |
০৮ | জনাব, মরহুম বদরুর রাজ্জাক চৌধুরী সাহেব , সাং- খালপার |
সহ সভাপতি |
০৫/০৭/১৯৯২ ইং হতে ০৯/০৯/১৯৯৮ ইং পর্যন্ত |
০৯ | জনাব, মরহুম গৌছ আলী খান সাহেব, সাং – বিবিদইল |
” |
০৮/১০/১৯৯৮ ইং হতে ১৪/১০/২০১০ ইং পর্যন্ত |
সভাপতি গভর্নিংবডি:
ক্র:নং | সভাপতি গভর্নিংবডি | মেয়াদকাল |
০১ | মরহুম আলহাজ্ব হুশিয়ার আলী (বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান, ৬নং লালাবাজার ইউ/পি), সাং- ফুলদি | ১১/১২/২০১০ ইং হতে ২০/০৭/২০১৩ ইং পর্যন্ত |
০২ | জনাব, জয়নাল আহমদ চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি), সাং- শাহসিকন্দর | ০৩/১১/২০১৪ ইং হতে ৩১/১২/২০১৫ ইং পর্যন্ত |
০৩ | জনাব, এডভোকেট মুহিদ হোসেন, সাং- ঝাজর | ০১/০১/২০১৫ ইং হতে ২৫/০৩/২০১৯ ইং পর্যন্ত |
০৪ | জনাব, আলহাজ্ব মরহুম আব্দুল ওহাব খান, (বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব) সাং- বিবিদইল | ৩০/০৪/১৯ ইং হতে ২৩/০৬/২০২১ ইং পর্যন্ত আজীবন |
০৫ | জনাব, এডভোকেট মুহিদ হোসেন, সাং- ঝাজর | ২৯/০৯/২০২১ ইং হতে বর্তমান পদে আসিন |
লাইব্রেরি: মাদ্রাসার লাইব্রেরির দৈর্ঘ্য=৩৫ফুট, প্রস্থ= ২৮ ফুট , সর্বমোট ক্ষেত্রফল=৯৮০ বর্গফুট বিশিষ্ট একটি মোটামুটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। পাঠ্য ও রেফারেন্স বই ব্যতিত মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সমৃদ্ধ বই পুস্তক বিদ্যমান রয়েছে।
খেলার মাঠ:মাদ্রাসায় খেলার মাঠ বিদ্যমান আছে। খেলার মাঠের দৈর্ঘ্য= ১০০গজ, প্রস্থ=৭০গজ, সর্বমোট আয়তন =৭০০ বর্গগজ।
মসজিদ নির্মাণ: মাদ্রাসা একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু মাদ্রাসায় নামায আদায়ের জন্য কোন সুষ্ঠু ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন যাবত মাদ্রাসা ক্যাম্পাসে একটি মসজিদ নির্মাণ সময়ের দাবী হিসেবে পরিলক্ষিত হয়। কিন্তু আর্থিক কোন বরাদ্ধ না থাকায় সে উদ্যোগ গ্রহন সম্ভব ছিল না। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল লতীফ যুক্তরাজ্য(লন্ডন) সফরে গিয়ে বৃহত্তর লালাবাজার এলাকার প্রবাসী বন্ধুগণের সমন্বয়ে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভার আয়োজন করেন লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য। বর্ণিত সভায় উপস্থিত বন্ধুগণ মুক্ত হস্তে সর্বোচ্চ ৩,০০,০০০/- (তিন লক্ষ) থেকে সর্বনিম্ন ২৫,০০০/- (পচিঁশ হাজার) টাকার প্রতিশ্রুতি দেন। ঐ সভায় প্রায় ৩৫,০০,০০০/-(পয়ত্রিশ লক্ষ) টাকার কমিটমেন্ট হয়। অতঃপর যুক্তরাষ্ট্র্র প্রবাসী কয়েকজন দাতা ঐ উদ্যোগে স্বত:স্ফূর্ত অংশগ্রহন করেন এবং এলাকাবাসী গভর্নিংবডির সদস্যবৃন্দ যার যার সামর্থ অনুযায়ী অংশগ্রহন করেন। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নির্বাচনী এলাকা সিলেট-৩ এর প্রয়াত সংসদ সদস্য জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তিনি মসজিদ নির্মাণে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন।
মাদ্রাসায় মসজিদ নির্মাণ, মাদ্রাসার সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ, আলিম ও ফাজিল শাখা খোলার ব্যাপারে আর্থিক ও সার্বিক সহযোগিতায় নিবেদিত লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য, সাথে আমেরিকান বন্ধুগণ সহ মাদ্রাসার সাবেক ছাত্র ও সম্মানিত দেশী ও প্রবাসীগণ নগদ অর্থ ও ফাজিল শাখার ছাত্র/ছাত্রীদের জন্য কিতাব ক্রয়ের অর্থ -কড়ি দিয়ে সহযোগিতা করেছেন।
হিফজ শাখা: মাদ্রাসায় হিফজুল কোরআন কোন শাখা না থাকায় সময়ের দাবী ছিল তা খোলার। কিন্তু আর্থিক সংকটের কারণে সে উদ্যোগ নেয়া সম্ভব না হওয়ায় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব নোয়াগাঁও নিবাসী লন্ডন প্রবাসী হাজী তোয়াজিদুল হক তাঁর মরহুম পিতার নামে নিজস্ব অর্থায়নে অত্র মাদ্রাসা ক্যাম্পাসে বিল্ডিং নির্মাণ করেন এবং প্রথমে একজন অতঃপর দুজন হাফিজ শিক্ষক দ্বারা মাদ্রাসা অধ্যক্ষের তত্ত্বাবধানে ২০০২ সালে হিফজ শাখা চালু করেন। ঐ উদ্যোগে মাদ্রাসার অধ্যক্ষ তাঁকে উৎসাহিত ও অনুপ্রাণীত করেন। তিনি আজীবন আন্তরিকতার সাথে উক্ত শাখার ব্যয়-বার চালিয়ে যান। তারঁ মৃত্যুর পর সুযোগ্য সন্তান কয়েক বছর চালিয়ে যাওয়ার পর অজ্ঞাত কারণে ২০২২ সাল থেকে ঐ প্রতিষ্ঠানের ব্যয়ভার চালাতে অক্ষমতা প্রকাশ করেন। যার কারণে যুক্তরাজ্যের কয়েকজন বন্ধু ২০২২ সাল থেকে অদ্যাবধি ঐ শাখার শিক্ষকের বেতন ভাতা চালিয়ে যাচ্ছেন।