- بسم الله الرحمن الرحيم
- ان الحمد لله والصلاة والسلام على النبى من لا نبى بعده
পথ ভুলা বনি আদমকে সুপথের দিশা দেয়ার লক্ষ্যে এ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসুলের আর্বিভাব হয়েছিল। তারা জাতিকে হেদায়াতের পথে পরিচালিত করে ছিলেন। আম্বিয়ায়ে কেরামের পর এ গুরুদায়িত্ব আলেমগণের উপর অর্পিত হয়। আলেমগণ যেহেতু ورثةالانبياء সুতরাং নবীগনের এই মহান দায়িত্ব তাদেরই পালন করতে হবে। আর এ আলেমে-দ্বীন তৈরীর মারকাজ হচ্ছে আলমাদারিছুল ইসলামিয়্যাহ। যে সকল মাদরাসা প্রতিষ্ঠার নেপথ্যে আল্লাহর প্রিয় বান্দা তথা আউলিয়ায়ে কেরামের পৃষ্ঠপোষকতা রয়েছে, সে সকল মাদ্রাসাই হক্কানী আলিম পীর বুজুর্গ জন্ম দিচ্ছে এবং তারাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে داعى الى الله এর কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। সে ধারাবাহিকতায় লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদি ইয়েমনী (র:) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সিকন্দর (রঃ) ও শাহ গাজী (রঃ) এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লালাবাজার সংলগ্ন বাসিয়া নদীর তীরে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে কোলাহল মুক্ত ও মনোরম পরিবেশে ১৯৭৫ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে। যার ভিত্তি প্রস্তর স্থাপন করেন আল্লাহর মাহবুব ওলীয়ে কামেল শামছুল উলামা আল্লামা হযরত মাওলানা আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রঃ)। উল্লেখযোগ্য সংখ্যক নিঃস্বার্থ,নিবেদিত ও মহৎ প্রাণ ব্যক্তি বর্গের নিরলস প্রচেষ্টায় মাদ্রাসাটির আত্ম প্রকাশ ঘটে। অতপর এলাকার সর্বস্তরের ইসলাম দরদী মুসলমান ভাই-বোনদের ঐকান্তিক প্রচেষ্টায় ও অত্র নির্বাচনী এলাকার এমপি মহোদয়গণের এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মান্যবর সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরীর সহযোগিতায় সময়ের দাবীতে বর্তমানে মাদ্রাসাটি ফাজিল (ডিগ্রি) স্তরে উন্নীত হয়। আমি আশাবাদী অদূর ভবিষ্যতে এ মাদ্রাসাটি কামিল স্তরে উন্নীত হবে ইনশাআল্লাহ। আমি মাদ্রাসাটির উত্তোরোত্তর সমৃদ্ধি ও সু-খ্যাতি কামনা করছি।
পরিশেষে মাদ্রাসার ভূমিদাতা , অর্থদাতা , শ্রমদাতা,সমর্থক, শুভাকাঙ্খী, দেশি ও প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দুনিয়া আখেরাতের কল্যান কামনা করছি। উল্লেখ্য , আমি জীবনের অধিকাংশ সময় প্রায় তিন যুগ অত্র মাদ্রাসার নগণ্য খাদিম হিসেবে খেদমতে নিয়োজিত আছি। কাজেই মাদ্রাসার শুভাকাঙ্খী সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
- তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং মুহাম্মদ আব্দুল লতীফ
- অধ্যক্ষ/সম্পাদক
- লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
- ডাক: লালাবাজার , দক্ষিণ সুরমা, সিলেট।