মাদ্রাসার ডিজিটাল ল্যাব: অত্র মাদ্রাসায় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট আইসিটি শাখা, এর স্মারক নম্বর ০৫.৪৬.৯১০০.০২৪.৩৪.০০১.২০.২৫১. তারিখ: ৩১ অক্টোবর ২০২১ (১৫কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ)
বিষয়: সিলেট জেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রেরণ ও সহযোগিতা চুক্তিনামা স্বাক্ষর।
উপর্যূক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে অত্র মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব (২য় পর্যায়ে) স্থাপন করা হয়।
ল্যাবে সংরক্ষিত ইলেকট্রনিক মালামাল: ল্যাপটপ = ১৭টি
- প্রিন্টার=০১টি
- স্ক্যানার=০১টি
- স্মার্ট এলইডি টেলিভিশন=০১টি
- ওয়েব ক্যামেরা=০১টি
- রাউডার= ০১টি
- নেটওর্য়াক সুইচ= ০১টি
- ইন্টারনেট কানেক্টিভিটি =০৬মাস।
ল্যাবে এর সংরক্ষিত মালামাল/আসবাপত্র: ইনিস্ট্রাক্টর টেবিল=০১টি
- ইনিস্ট্রাক্টর চেয়ার=০১টি
- স্টুডেন্ট টেবিল=১৬টি
- স্টুডেন্ট চেয়ার=৩২টি
- সর্বমোট=৫০টি
ল্যাব এর অনুমতিপত্র :